Facebook

শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১১

উষ্ণ উপাদান


 এভাবেই এ বুকে জমা রাখি উষ্ণ উপাদান ৷ কবে কোন পরিযায়ী পথ এসে মিশেছে সড়কে ৷ চৈত্রের ধুলো হাতে মানুষের কোটি কোটি পথ ৷ মুক্তির মুগ্ধ গান ধারণ করে সমকণ্ঠে নিয়েছে শপথ ৷ আবার উঠেছে জেগে খেয়াঘাট, বটবৃক্ষ সহস্র বিভায় ৷ বাংলার নদীজলে অলিখিত স্বাধীন জোয়ার ৷ কবে কার ছায়াচিহ্ন পড়েছিল এই গোলালোকে ৷ তাকে খুঁজে বার বার ফিরে আসে পূর্ণিমার চাঁদ বসন্তও একদিন মিশে যাবে আমূল বর্ষায় ৷ নবীন ধানের পাতা যে সবুজ এঁকে যায় মাঠে ৷ চৈতন্যের চাষকথা ফের লেখা হয় ৷ প্রাণপদ্য ঢেউ দিয়ে আমরাও শব্দছক আকি ৷ বিশ্বায়নে প্রজন্মের স্বপ্নঘেরা বলিষ্ঠ বলয় তাই বলে কি আমাদের মুল্য।।

৩টি মন্তব্য: