Facebook

শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১১

বন্ধু মানে

বন্ধু
                সোহেল রানা
        
প্রেম ভালবাসা বন্ধ,হয় কি মেনে মুসলিম কি হিন্দু ,
জাতি ধর্ম পদবী ইত্যাদি মেনে হয়না প্রেম বন্ধু।
প্রেম ভালবাসা বন্ধুত্ব হয়কি মেনেরক্ত,
দুটি মন হয়ে মক্ত প্রেমিক হয় প্রেমিকার ভক্ত।
বন্ধুর দুঃখে কাদি আমি বন্ধুর সুখে হাঁসি,
বন্ধুর জন্য নিতে পারি হাজারো বার ফাঁসি।
বন্ধু তুমি খাটি সোনা নয়কো রুপো চাঁদি
ভুলে সমস্ত ঝগড়া বিবাদ কাজি,বন্ধুসিটে যোগদাও আজি।
বন্ধুর নিতিতে আছে মানা নো থ্যাঙ্ক, নো সরি এটাতে কি সবাই রাজি,
বন্ধুর বন্ধুত্বে মজি,বন্ধুর দেওয়া কথা গোল রাখ নিয়মটা কর আজি।
কথা দাও বন্ধু তুমি ভুল বুঝে ভুলনা কখন মরে-
বেধে রেখ তোমার হৃদয় ক্রড়ে,সারা জীবন আমায় মনে করে।
বন্ধু তুমি চলার সাথী (খেলার সাথী) হওনা তুমি পুরুষ কিংবা নারি,
কখনও ভুলনা আমায়, আমিকি কখনও তোমায় ভুলিতে পারি।
দামি হক তোমার জীবন যেমন দামি হিরা চুনি, পান্না
কামনা করি সারা জীবন বয়ে যাক তোমার জীবনে আনাবিল হাঁসি আনন্দের বন্যা।

২টি মন্তব্য: