Facebook

রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬

শিউলী আপুর সাথে প্রেম

রাতে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, আর সাথে হালকা বাতাস, আমার মাথার পাশের জানালাটি সকাল পর্যন্ত খোলাই ছিল তায় ঠাণ্ডা বাতাস প্রবেশ করতে দেরি হয়নি হেমান্তের । আমার লাগানো শিউলী গাছটি বেশ বড় হয়েগেছে । তায় তার ঝরে পড়া ফুলের আর মিষ্টি সুবাসে আজো আমাকে বিমুহিত করেছে । সুরুমিঠু পথের পাশে দূর্বাঘাস । ঘাসের সারা শরীর গুলো সকাল পর্যন্ত ছিল শিশির সিক্ত । তায় শিশির সিক্ত ঘাসে খালি পায়েও শিশির ছুয়েছি আমি দুর্বার কমল স্পর্শে । প্রস্ফুটিত ঝরে পড়া ফুল দেখে প্রানের সঞ্চয় ঘোটেছে সবার আগে- সাথে দোয়েল পাখির নিখুঁত সুরের শিল্পায়নেও মূর্ছনা জেগেছে আমার । যানি এখনো কুষ্টিয়া শহর বাসি গভির ঘুমে আচ্ছন্ন । ঘাসের উপরে শিউলী আপু অধির চোখে আমায় ডাকছে, আমি ঝুড়ি নিয়ে হাটছি শিউলী আপুর দিকে, সত্যিই আজ আমি শিউলী আপুর প্রেমে পড়ে গেছি - খুব সকালে । - জাহিদ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 
ইমেইল: jahid1300@gmail.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন