Facebook

বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

এক হারিয়ে যাওয়া নীল পরির গল্প

এক হারিয়ে যাওয়া নীল পরির গল্প:
মেয়েটি আজো লাল শাড়ি পরে এসেছে..
আমি বার বার তার রক্তচুক্ষকে অলিংগন করি শেষ কবে তার সাথে হেটেছি মনে পড়ে না
তবে তখন সে খুব ছোট,
আমার সকল ছাড়া তার সকাল হত না, এটা গল্প নয়, এই তো সেদিনের কথা । যা আমার স্মৃতির পাতায় এখনো সজিব হয়ে আছে... (!)
বেড়ে উঠার স্মৃতি।  আমার কৈশোরত্তীর্ণ বেলার স্মৃতি,  হারিয়ে ফেলার স্মৃতি।  যদিও আমি তার সবি জানি...  না এখন আর জানিনা......
সেদিন যখন তার পায়ে কাটা
ফুটেছিল, আমিই সেই ব্যাক্তি যে তার কাটা টিকে বের করে দিয়েছিলাম ?  স্পশের বাইরে রেখে সব সুন্দর ভাবে গুছিয়ে দিলাম।  আমি ছাড়া তার রাত হয় না......
এটা গল্প নয়।  হারিয়ে ফেল......যে বালিকার সাথে সকাল বিকেল বেলা, কত পুরানো নতুন গানের সাথে গাইতাম সারা বেলা....
তার পরে কেটে গেল ১ যুগ.... আমার সৃষ্টি আমার কাছ থেকে হারিয়ে গেছে, হঠাৎ চলার পথে কখনো সখনো দেখা হয়ে যায় আমার, কুষ্টিয়া শহরের পেয়ারাতলা.... বুকের বাম পাশটা কেমন মোচড় দিয়ে উঠে, চিনচিন করে উঠে....আবার ঠিক হয়ে যায়।

আমার এই অবেলায় তার লাল শাড়িটা বেশ অসহ্য লাগে।  কি দরকার লাল শাড়ি পরা? আজাও সে ঠিক মত শাড়ি গুছাতে পারেনা, পাশে থাকা ভদ্রলোক তার শাড়িটাকে বার বার গুছিয়ে দেয়,

ভদ্রলোক, সেই হাতটি ধরে  যেই হাতটি আমি প্রথম বার ধরে ছিলাম.......  আজকাল আমার স্নায়ুতন্র বড্ড বেয়াড়া, অল্পতেই চোখের কোনায় জলেরা উকিদেয়, আবেগি মন!  আবারো বুকের পাশটা চিন চিন করে....

কি দরকার আজো লালশাড়ি পরে আসার??
হৃদয়কে অবহেলা করে রক্ত।

নীল পরি কেন তার রংবদলালো?
সুনেছি ঋতুবদল হলে নাকি গিরগিটিও তার নিজ রং বদল করে, তবে তার সত্তাকে নয়, রং বদলাতেও সময় লাগে, কিন্তু নীল পরির মত এত অল্প সময়ে রং বদল করার নজিরহীন।
কেন? কেন সে জেনেও লাল শাড়ি টা পরে এলো?

আমি জানি, আবার শীতের পর বসন্ত আসবে, আমার মলিভিলা ছাত্রাবাসের ছাদ বেয়ে সাদা মেঘের ভেলা ভাসবে, আমি জানি কুয়াশা মুড়ে ফটিকদার দোকানে নীল পরি চা খাবে, শিউলী আপু রোজ পড়ে থাকবে আমার জানালার পাশে, শুধু আমি থাকবনা, সেই মলিভিলার কুষ্টিয়া শহরে, সাদা মেঘের ভেলাতেও আর নীল পরিকে ধরবনা, ফটিকদার দোকানে নীল পরির সাথে চা আর খায়া হবে না, ও সরি নীল পরি তো আজ নীল নেই....  লাল শাড়িতে তাকে বেশ মানাচ্ছে, তবে তার মাঝে আমি নীল কে খুজে ফিরছি..... কোথাও তার অস্তিত্ব নেই..... তার সাথে ফটিকদার দোকানে যায় ডান হাতটি ধরে..... আজো কি তার ডান হাতটি খালি থাকবে? .........?????
না থাকবে না
সাদা মেঘের ভালাই সে কি ভাসবে .....
না ভাসবে না.....
নীল পরীর রং আর নীল নেই
আসময়ের ঝড়ো হাওয়াতে ফেলেছি হারিয়ে নীল পরীকে
- সত্য ভেবে কেউ ভুল করবেন না  কল্পনার নীল পরি।

- জাহিদ
বিএসসি ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
ইমেইল: jahid1300@gmail.com
ঢাকা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন