#মেয়েটি_আজো_জানেনা_তাকে_কেউ_খুজেই_চলেছে
আজো ফেজবুকের পাতায় তোমাকে খুজে হয়রান, প্রতিদিনি তোমার নামটি লিখি ফেসবুকের সার্চ বাটনে, বার বার সার্চ করি, তোমার নামটি ভেসে উঠে, কিন্তু কিন্তু হাজারো নামের ভিড়ে আসল তুমিকে খুজে পাইনা আমি, তোমার যত গুলো নাম আমার জানা তার সব কটা দিয়েই চলে আমার নিত্য সার্চ, আজো ঘুম ভেংগে গেছে, চলছে তোমাকে সার্চ! পাঠিয়েছি বন্ধু রিকুয়েস্ট প্রাই সব তোমার নামধারি মানুষ গুলোকে, তারাও বুঝি বেশ বিরক্ত! সাড়া না দিলে মেসেজ করি, তাকে তুমি ভেবে বার বার জানন্তে চাই, আমি যাকে খুজি সেই কি তুমি? হাজারো মেসেজে আজ ফেসবুকের পাতাটা জর্জরিত, তবুও থামেনা আসল তুমিকে সার্চ, একটি বার শুধু তোমাকে দেখতে চাওয়ার সাধ! সেই কথা টি একটি বার বলতে চাওয়া যেটি আজো আমার বলা হয়নি, যার জন্য প্রাই প্রতিরাতেই ঘুম ভেংগে যায়..... জ্যোৎস্না রাতকে কোয়াশা গ্রাস করে... কালো অন্ধকারে স্বপনেরা হারিয়ে যায়, প্রদিপের আলো হঠাৎ নিভে যায়... আমাবস্যা চলে আসে আমার ঘরে... অন্ধকারে নীল পরীকে হারিয়ে ফেলে ফেজবুকের পাতারা , ।।
-
জাহিদ
কল্পনার নীল পরী
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
ইমেইল: jahid1300@gmail.com
আজো ফেজবুকের পাতায় তোমাকে খুজে হয়রান, প্রতিদিনি তোমার নামটি লিখি ফেসবুকের সার্চ বাটনে, বার বার সার্চ করি, তোমার নামটি ভেসে উঠে, কিন্তু কিন্তু হাজারো নামের ভিড়ে আসল তুমিকে খুজে পাইনা আমি, তোমার যত গুলো নাম আমার জানা তার সব কটা দিয়েই চলে আমার নিত্য সার্চ, আজো ঘুম ভেংগে গেছে, চলছে তোমাকে সার্চ! পাঠিয়েছি বন্ধু রিকুয়েস্ট প্রাই সব তোমার নামধারি মানুষ গুলোকে, তারাও বুঝি বেশ বিরক্ত! সাড়া না দিলে মেসেজ করি, তাকে তুমি ভেবে বার বার জানন্তে চাই, আমি যাকে খুজি সেই কি তুমি? হাজারো মেসেজে আজ ফেসবুকের পাতাটা জর্জরিত, তবুও থামেনা আসল তুমিকে সার্চ, একটি বার শুধু তোমাকে দেখতে চাওয়ার সাধ! সেই কথা টি একটি বার বলতে চাওয়া যেটি আজো আমার বলা হয়নি, যার জন্য প্রাই প্রতিরাতেই ঘুম ভেংগে যায়..... জ্যোৎস্না রাতকে কোয়াশা গ্রাস করে... কালো অন্ধকারে স্বপনেরা হারিয়ে যায়, প্রদিপের আলো হঠাৎ নিভে যায়... আমাবস্যা চলে আসে আমার ঘরে... অন্ধকারে নীল পরীকে হারিয়ে ফেলে ফেজবুকের পাতারা , ।।
-
জাহিদ
কল্পনার নীল পরী
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
ইমেইল: jahid1300@gmail.com
১৯/০২/২০১৭
মেহেরপুর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন