আমার মেঘলা আকাশে নেই আজ তারা, সারা আকাশ জূরে ভরে আছে একাকিত্তের নিরবতা, নিজে হারিয়ে গেছি কোন এক দূর অজানাতে,নির্মম বাস্তবতা জীবনে আমার, লক্ষে পিষ্টে আনাগোনার গল্পে, মেঘের আড়ালে ধুমকেতুর ন্যায় পরাজিত গল্পটা ভেসে চলেছে ধুসুর মেঘের ভেলায়, নীল পরি আর সাদা পরী সুনতে চাইনা বীভৎস এই আমার অপরাজিত গল্পটা । জীবনের শেষ শিরোনামের বলে বেচে আছি, আমি একা, বড়ই একা, শুধু তুমি ছাড়া...