এই নিয়ে কড়ি
জাহাঙ্গীর আলম
টিটু মিঠু দুই ভাই,
দুটি পাত্রে খানা খায় ।
খায় যদি কেউ বেশি,
পড়ে পিঠে কিল ঘুষি ।
হাতা হাতি ফটা ফট্,
মারে শুধু চটা পট্ ।
ধুমধাম হরেরাম,
পেটফুলে হলো দম !
মার পিট সব শেষ
এখন ওরা নিল রেস্ট।
জাহাঙ্গীর আলম
টিটু মিঠু দুই ভাই,
দুটি পাত্রে খানা খায় ।
খায় যদি কেউ বেশি,
পড়ে পিঠে কিল ঘুষি ।
হাতা হাতি ফটা ফট্,
মারে শুধু চটা পট্ ।
ধুমধাম হরেরাম,
পেটফুলে হলো দম !
মার পিট সব শেষ
এখন ওরা নিল রেস্ট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন