Facebook

মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১১

যা চাই তা নাই বা দিলে




যা চাই তা নাই বা দিলে... 
কষ্ট গুলো জমা থাক মনের ঘরে,
শুধু স্বপ্ন গুলো দেখার দুটো চোখ দিও... 
আজ অন্ধকার ঘরে বন্দি আমি,
আলোর পথ খুজতে না জানি
শুধু দিও স্বপ্নে ভরা মন খানি...
স্বপ্ন বাস্তব করার কৌশোল না জানি, 
মনে মনে ক্ষুব্ধ আমি, তিক্ত আমি......
জীবনের মানে কি? তা না জানি,
সুখ খুজতে খুজতে হতাশ আমি, 
কোথায় কিনারা তাও না জানি...
মনে মনে প্রশ্ন জাগে কে আমি ? কি আমি? 

এসেছি শুধু কাদতে, না পারি বেশি হাসতে 
হাসার অধিকার যে নেই 
তা কি পেরেছি বুঝতে?