Facebook

শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১১

আমি কেবলই স্বপন করেছি

আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে---
তাই আকাশকুসুম করিনু চয়ন হতাশে
ছায়ার মতন মিলায় ধরণী,
কূল নাহি পায় আশার তরণী,
মানস প্রতিমা ভাসিয়া বেরায়...

অপেক্ষায় দিন চলে যায়


অপেক্ষা 

অপেক্ষায় দিন চলে যায়,রাত পোহায়
অপেক্ষা নতুন কিছুর জন্য
অপেক্ষায় চোখের নিদ্রা সুদূরে পালায়
অপেক্ষা নতুন দিনের জন্য

ঘন অন্ধকার থেকে আলোতে আসার সময়
বহুদূরে সুদিন তোমার পানে চেয়ে রয়
একাকী এ পথ মনে হয় ফুরাবার নয়
সব মঙ্গল চাওয়া যদি একবার সত্যি হয় !

সপ্ন শুধু সপ্নই থেকে যায়
নিঝুম রাতের কান্না হঠাৎ থেমে যায়
দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে নতুন কামনায় দিন শুরু হয়
দিগন্তের ঐ সীমানায় মন হারাতে চায়

এখনও প্রতীক্ষা নতুন কিছুর জন্য
মনের এই চাওয়া পূর্ণ হয়ে আনুক পুণ্য

উষ্ণ উপাদান


 এভাবেই এ বুকে জমা রাখি উষ্ণ উপাদান ৷ কবে কোন পরিযায়ী পথ এসে মিশেছে সড়কে ৷ চৈত্রের ধুলো হাতে মানুষের কোটি কোটি পথ ৷ মুক্তির মুগ্ধ গান ধারণ করে সমকণ্ঠে নিয়েছে শপথ ৷ আবার উঠেছে জেগে খেয়াঘাট, বটবৃক্ষ সহস্র বিভায় ৷ বাংলার নদীজলে অলিখিত স্বাধীন জোয়ার ৷ কবে কার ছায়াচিহ্ন পড়েছিল এই গোলালোকে ৷ তাকে খুঁজে বার বার ফিরে আসে পূর্ণিমার চাঁদ বসন্তও একদিন মিশে যাবে আমূল বর্ষায় ৷ নবীন ধানের পাতা যে সবুজ এঁকে যায় মাঠে ৷ চৈতন্যের চাষকথা ফের লেখা হয় ৷ প্রাণপদ্য ঢেউ দিয়ে আমরাও শব্দছক আকি ৷ বিশ্বায়নে প্রজন্মের স্বপ্নঘেরা বলিষ্ঠ বলয় তাই বলে কি আমাদের মুল্য।।

তুমি তো জানো না



তুমি তো জানো না কিছু - না জানিলে,
আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে;
যখন ঝরিয়া যাবো হেমন্তের ঝড়ে -
পথের পাতার মতো তুমিও তখন
আমার বুকের 'পরে শুয়ে রবে?
অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন
সেদিন তোমার!
তোমার এ জীবনের ধার
ক্ষ'য়ে যাবে সেদিন সকল?
আমার বুকের 'পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল,
তুমিও কি চেয়েছিলে শুধু তাই;
শুধু তার স্বাদ
তোমারে কি শান্তি দেবে?
আমি ঝ'রে যাবো - তবু জীবন অগাধ
তোমারে রাখিবে ধ'রে সেদিন পৃথিবীর 'পরে,
- আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে।

শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১১

হাতে হাত রেখে

শীত কাকে বলে?

শীত
# যুক্তরাষ্ট্রে এক গবেষণায় দেখা গেছে, শীতে মারা যাওয়া ৫০ শতাংশ লোকের বয়স ষাটের ওপরে এবং তাঁদের ৭৫ শতাংশ পুরুষ। সাধারণত ষাটোর্ধ্ব এবং এক বছরের কম বয়সের শিশুদের শীতে মারা যাওয়ার হার সবচেয়ে বেশি।
# উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে তুষারপাতের প্রবণতা কম। তবে দক্ষিণ গোলার্ধের পর্বতময় এলাকা যেমন—আন্দিজ, অস্ট্রেলিয়ার গ্রেট ডিভাইডিং রেঞ্জ, দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়া এবং নিউজিল্যান্ডের পর্বতাঞ্চলে মাঝেমধ্যে তুষারপাত হয়।
# কুয়াশা তখনই দেখা যায়, যখন কোনো স্থানের আর্দ্রতা প্রায় ১০০ শতাংশের কাছাকাছি পৌঁছায়।
# সাধারণত নদী কিংবা জলাশয়ের দিকে কুয়াশা বেশি দেখা যায়, কারণ পানি বাতাসের আর্দ্রতা বাড়াতে সাহায্য করে।
# ক্যালিফোর্নিয়ার পয়েন্ট রিয়েস বিশ্বের অন্যতম কুয়াশাচ্ছন্ন এলাকা। স্থানটি বছরের প্রায় ২০০ দিন কুয়াশায় ঢাকা থাকে।
# ১৮১৬ সালকে বলা হয় গ্রীষ্মবিহীন বছর। উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্রে এবং কানাডার ম্যারি টাইমস, নিউ ফাউন্ডল্যান্ড এবং উত্তর ইউরোপে বছরজুড়ে ব্যাপক শৈত্যপ্রবাহে অঞ্চলগুলোর জীবনযাত্রা অচল হয়ে পড়ে।
# ১৬০০ থেকে ১৯০০ শতাব্দীতে প্রতিবছর টেমস নদীর পানি জমে বরফ হয়ে গেলে তার ওপর মেলার আয়োজন রেওয়াজে পরিণত হয়। ১৬০৮ সালে রাজা অষ্টম হেনরি প্রথম বরফের মেলার আয়োজন করেন। ১৬৮৪ সালে তীব্র শীতে নদীতে জমে যাওয়া পানি প্রায় দুই মাস পর্যন্ত বরফ অবস্থায় ছিল।

বন্ধু মানে

বন্ধু
                সোহেল রানা
        
প্রেম ভালবাসা বন্ধ,হয় কি মেনে মুসলিম কি হিন্দু ,
জাতি ধর্ম পদবী ইত্যাদি মেনে হয়না প্রেম বন্ধু।
প্রেম ভালবাসা বন্ধুত্ব হয়কি মেনেরক্ত,
দুটি মন হয়ে মক্ত প্রেমিক হয় প্রেমিকার ভক্ত।
বন্ধুর দুঃখে কাদি আমি বন্ধুর সুখে হাঁসি,
বন্ধুর জন্য নিতে পারি হাজারো বার ফাঁসি।
বন্ধু তুমি খাটি সোনা নয়কো রুপো চাঁদি
ভুলে সমস্ত ঝগড়া বিবাদ কাজি,বন্ধুসিটে যোগদাও আজি।
বন্ধুর নিতিতে আছে মানা নো থ্যাঙ্ক, নো সরি এটাতে কি সবাই রাজি,
বন্ধুর বন্ধুত্বে মজি,বন্ধুর দেওয়া কথা গোল রাখ নিয়মটা কর আজি।
কথা দাও বন্ধু তুমি ভুল বুঝে ভুলনা কখন মরে-
বেধে রেখ তোমার হৃদয় ক্রড়ে,সারা জীবন আমায় মনে করে।
বন্ধু তুমি চলার সাথী (খেলার সাথী) হওনা তুমি পুরুষ কিংবা নারি,
কখনও ভুলনা আমায়, আমিকি কখনও তোমায় ভুলিতে পারি।
দামি হক তোমার জীবন যেমন দামি হিরা চুনি, পান্না
কামনা করি সারা জীবন বয়ে যাক তোমার জীবনে আনাবিল হাঁসি আনন্দের বন্যা।

বিনিদ্র রাত



এই নিয়ে কড়ি

এই নিয়ে কড়ি
                         জাহাঙ্গীর আলম

টিটু মিঠু দুই ভাই,
দুটি পাত্রে খানা খায় ।
খায় যদি কেউ বেশি,
পড়ে পিঠে কিল ঘুষি ।
হাতা হাতি ফটা ফট্,
মারে শুধু চটা পট্ ।
ধুমধাম হরেরাম,
পেটফুলে হলো দম !
মার পিট সব শেষ
এখন ওরা নিল রেস্ট। 

এই জীবন - জাহাঙ্গীর আলম

আমি সেখানে নেই
                                 জাহাঙ্গীর আলম
                                       (১১ জানুয়ারি ১৯৯৪)

আমি সেখানে নেই,
যেখানে দুটি হৃদয়ের একটি কথা নেই ।
আমি সেখানে নেই,
 যেখানে সুখ দুঃখের ভাষা নেই ।
 আমি সেখানে নেই,
যেখানে একই পথের দুটি পথিক নেই।
আমি সেখানে নেই,
যেখানে মাঠের পরে গ্রাম নেই।
আমি সেখানে নেই,
যেখানে একই বৃন্তের দুটি ফুল নেই ।
আমি সেখানে নেই,
যেখানে দুটি পথিকের একটি গান নেই ।
আমি সেখানে নেই,
যেখানে অট্টো হাসির বাঁধন নেই।
আমি সেখানে নেই,
যেখানে শান্ত শিশু ঘুমিয়ে থাকে বাঁয়ে,
ব্যথিত হৃদ্যয়ে কল্পনা আঁকা ছবি গুলো
 মিশে যায় অন্ধকারে !
আমি সেখানে নেই,
যেখানে স্বপনের কোলে বসে ঘুরি দেশে দেশ,
তাই আশার ডানায় বসে মিতালী করিব শেষে ।