আমি
কেবলই স্বপন করেছি বপন বাতাসে---
তাই আকাশকুসুম করিনু চয়ন হতাশে।
ছায়ার মতন মিলায় ধরণী,
কূল নাহি পায় আশার তরণী,
মানস প্রতিমা ভাসিয়া বেরায়...
তাই আকাশকুসুম করিনু চয়ন হতাশে।
ছায়ার মতন মিলায় ধরণী,
কূল নাহি পায় আশার তরণী,
মানস প্রতিমা ভাসিয়া বেরায়...
স্বপ্ন বিলাসী মন নিয়ে হেঁটে চলেছি একা স্বপ্ন আধো ঘুম-জাগরণে আমার করে দেখা সারা শরীর জুড়ে স্বপ্নরা নিশ্চুপ হেঁটে বেড়ায় ছুঁতে গেলে স্বপ্ন নিকষ কালো আঁধারে হারায়। প্রতিটি রাত-ই আমার কাটে গভীর ঘুমে ঘুমে স্বপ্ন তখন হামলে পড়ে আমার জলন্ত মোমে কখনো নিভুনিভু আলোয় এসে হাতটি ধরে আবার ঝাঁঝা রোদের তেজ নিয়ে আসে