Facebook

শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১১

এই জীবন - জাহাঙ্গীর আলম

আমি সেখানে নেই
                                 জাহাঙ্গীর আলম
                                       (১১ জানুয়ারি ১৯৯৪)

আমি সেখানে নেই,
যেখানে দুটি হৃদয়ের একটি কথা নেই ।
আমি সেখানে নেই,
 যেখানে সুখ দুঃখের ভাষা নেই ।
 আমি সেখানে নেই,
যেখানে একই পথের দুটি পথিক নেই।
আমি সেখানে নেই,
যেখানে মাঠের পরে গ্রাম নেই।
আমি সেখানে নেই,
যেখানে একই বৃন্তের দুটি ফুল নেই ।
আমি সেখানে নেই,
যেখানে দুটি পথিকের একটি গান নেই ।
আমি সেখানে নেই,
যেখানে অট্টো হাসির বাঁধন নেই।
আমি সেখানে নেই,
যেখানে শান্ত শিশু ঘুমিয়ে থাকে বাঁয়ে,
ব্যথিত হৃদ্যয়ে কল্পনা আঁকা ছবি গুলো
 মিশে যায় অন্ধকারে !
আমি সেখানে নেই,
যেখানে স্বপনের কোলে বসে ঘুরি দেশে দেশ,
তাই আশার ডানায় বসে মিতালী করিব শেষে ।

২টি মন্তব্য:

  1. বলা যায় যে এই কবিতাটি খুবই ভালো হয়েছে! তাই বলতে চাই যে দোয়া করি সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য। আমরা যেন আরো সুন্দর সুন্দর কবিতা আপনার কাছ থেকে উপভোগ করতে পারি? ভালো থাকুন এবং অন্যান্যদের কে ভালো রাখুন?

    উত্তরমুছুন
  2. ধন্যবাদ এ,কে এম বারি মামু!

    উত্তরমুছুন