#হারিয়ে_গেছ_তুমি সব হারিয়ে গেছে, আজকাল কেন জানি সব বাধন ছেড়ে তোমার কাছে চলে যেতে ইচ্ছে করে, আমার সকল ভাবনা, আজ স্তব্ধ, ....ইচ্ছে করে,সবকিছু পেছনে ফেলে আবার ফিরে যাই কৈশোরের সেই অম্লমধুর.... কাল বৈশাখের দিনে অথবা শীতের কোয়াশায় স্নান হয়ে যাওয়া ঘাসগুলির উপরে খালি পায়ে তোমায় নিয়ে ..
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন