২০১৩ সালের শেষের দিকে । রাতে কয়েকটা জব আপ্পালাই করে ঘুমালাম । সকালে
দুর্ভাগ্য বসত একটি কাজের রেপ্লাই আসলো । আমি সম্ভাবত এস,ই,ও কাজের জন্য
আপ্পলায় করেছিলাম । রেপ্লাই আসার পর আমি ক্লায়েন্টের জব ডেসক্রিপশন ও
পেমেন্ট ভেরিভাইড, ক্লায়েন্ট ইউ,কে দেখলাম । রেপ্লায় দিলাম এবং স্ক্যাইপি
তে অ্যাড দিলাম। ক্লায়েন্ট আমাকে কোন ইন্টারভিউ না নিয়ে $0.01 কাজে হাইর
করলেন । আমি বিষয় টি কিছু বুঝলাম না । এস,ই,ও কাজ অ্যাপ্লাই করলাম আওয়ারলি
কিন্তু হাইর করল ফিক্সড?? আবার এত কম রেট??যাহোক ক্লায়েন্টকে আমি বললাম
কাহিনি কি? সে আমাকে বললেন, আমি ইঊকে থাকি, আমার বিজনেস আসে, দুর্ভাগ্য বসত
আমার এস,ই,ও কাজটি আমি অন্য জনকে দিয়ে দিয়েছি, তাই দুঃখিত । তবে আমার কাছে
অন্য কাজ আছে আপনি চাইলে আমার সাথে লং টাইমের জন্য কাজ করতে পারতেন । আমি
বললাম এখন, কি কাজ করতে হবে? ক্লায়েন্ট বললেন তেমন কঠিন কাজ নই, মুলুত আমি
আপনার PC টিম ভিয়ার দিয়ে ব্যাবহার করব, আর আপনি পাবেন প্রতি ঘন্টা $3 করে।
আমি জিজ্ঞেস করলাম কোন সমস্যা হবে নাত? ক্লায়েন্ট বললেন না । সে আমাকে
$0.01 বাজেটে হাইর করে ১০ মিন কাজ করলেন ,আর বললেন ১ ঘন্টা হলে $3 পে করব
কিন্তু আজকে ১০ মিন ব্যাবহার করলাম বাকি রইল ৫০ মিন । যাহোক ক্লায়েন্ট আমার
PC ব্যাবহার করে তার অডেস্ক আই,ডি ওপেন করলেন আর সবাইকে ঠিক এমন কথাই
বললেন যা আমকে বলা হয়েছিল , যে এই কাজ টি আপাতত আমার কাছে নাই অন্য কাজ আছে
আপনি চাইলেই করতে পারেন । এবং সে সবার পিছি টিম ভিয়ার দিয়ে ১০ মিন করে
ব্যাবহার করতেন আর মাস্টার কার্ড, অ্যামাজন, নেটলার জাতীয় অ্যাকাউন্ট তৈরি
করতেন । আর পরে ১ ঘন্টাও হতনা আর পেও করারও প্রয়োজন হত না কাউকে। বেসিকালি
ক্লায়েন্ট এক মহা ঠক বাজ, ভন্ড আর প্রতারক । কারন সে আমাদের বাংলাদেশের সহজ
সরল ফ্রীলান্সারদের আইপি আর কম্পিউটার ব্যাবহার করে ফাইদা লুটতে চাই । তাই
ফন্দি বের করেছিলেন । ৬ মাস কেটে যাবার পরে অনি আমাকে আবারও নক করলেন ।
আমি সাড়া দিলাম, অনি বললেন আপনার জন্য নতুন কাজ আছে আপনি কি করবেন? (Hello,
You have new job, would you like to do this?) আমি বললাম কি? ক্লায়েন্ট
বলল ইমেইজ এডিটিং আমি বললাম আমি এটা জানি না প্রফেশনালি সে বললেন আমি
আপনাকে দেখিয়ে দেব । পরে ওনার সাথে বেশ ভালো সম্পর্ক হল ,সে আমাকে গোলাম
রাব্বি নামে এক ভদ্র লোকের সাথে পরিচয় করিয়ে দিলেন অনি ইমেইজ এডিটিং
এক্সপার্ট । পরে জানলাম ক্লায়েন্টের দাদার বাসা বাংলাদেশের সিলেটে তার নাম
মহাম্মাদ শাহ্ কিন্তু কখনো সিলেটে আসেন নি সামান্য দেশ প্রেমও তার ভিতরে
নেই । ইউ,কে তেই সেটেল । যাহোক আমি ওনার সাথে কাজ শুরু করলাম । কয়েক দিন
কাজ করার পরে আমার ফোন নাম্বার চাইল আমি দিলাম । কখনো গুরুত্ত পূর্ণ বিষয়
হলে আমাকে ফোন দিতেন । আসলে ওনার কাজের কাজ কিছুই ছিলনা, সমস্ত ২ নাম্বারি
কাজ করে বিজনেস করত । এমন কি সে বাংলাদেশের ন্যাশনাল আইডি কাড বাই করত আর
সেগুলো দিয়ে বিভিন্ন আপত্তি কর একাউন্ট তৈরি করত প্রয়োজন মত । অবশ্য এর
জন্য আইডি কার্ডের মালিককেও কিছু পে করত সে । প্রয়োজনে এডিট করেও কাজ চালাত
এই ভন্ড প্রতারক ক্লায়েন্ট । ২ মাসে আমার সাথে ওনার কাজের লেনদেন যা
হয়েছিল তার ৩ এর ১ ভাগ আমাকে দিয়েছিল এবং বলেছিল আপনি কাজ কজরতে থাকেন আমি
দেব । একদিন আমাকে বলল আপনি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন আমি বললাম
এটা আবার এমন কঠিন কি? অনি বলেন আমার ৫০০ জিমেইল আইডি লাগবে । আপনাকে আমি
ভালো পে করব । আমার স্টুডেন্ট দের সাথে কথা বলে কাজ টি নিলাম । ১ মাস পরে
ওনাকে আমি জিমেইল গুলো দিলাম আর পেমেন্ট চাইলাম । অবশ্য আমার স্টুডেন্ট এর
কাছ থেকে মেইল গুলো নিয়ে ক্লায়েন্টকে দেবার আগে আমি নিজ থেকেই পাসওয়ার্ড
পরিবর্তন করেছিলাম । যাহোক সে আমাকে বললেন আমি ৫ দিন পরে পে করছি । বলে ৭
দিন পর আমাকে বলে মেইল গুলো কাজ হচ্ছে না । আমিতো অবাক হলাম ! মানে কি? পরে
আমিও ট্রাই করলাম দেখি ৪ দিন আগে পাসওয়ার্ড পরিবর্তন হয়েছে । ক্লায়েন্ট
আমার ছেলেদের কে জানতে বললেন যে তারা পরিবর্তন করেছেন কিনা? আমি বললাম তারা
কেউ করে নাই । ওনি বললেন তাহলে আমি করেছি? আমি বললাম জানিনা । আমি
ক্লায়েন্টকে জিজ্ঞেস করলাম আপনি কি কাউকে মেইল গুলো দিয়েছেন?ওনি বললেন না ।
যাহোক পরে ওনি বললেন আপনার ২০০ টার মত মেইল ভালো আছে আমি এটার জন্য পে
করছি । তার পরে আমার অডেস্কে সে পে করেছিলেন । তার পরে আমি ওনার সাথে কাজ
করা বন্ধ করে দেই...এবং আমার কাছে ব্যাকআপ থাকা সকল মেইল ডিলিট করে
দেই... এখানেই শেষ হলে পারত । ১ মাস পরে সে আমাকে আবারো ফোন করেন এবং আমাকে
বলে আপনি মেইলের পাসওয়ার্ড পরিবর্তন করেছেন কেন?আমি বললাম আমি করিনি । সে
আমার সাথে খারাপ ব্যাবহাসে শুরু করলেন বললেন আমার মেইল গুলা দিয়ে আমি
নেটলার , মাস্টার কার্ড এবং অ্যামাজনের অ্যাকাউন্ট তৈরি করেছিলাম সেখান
থেকে আমার ৫০০০ ডলার চুরি হয়েছে, আপনি আমাকে টাকা ফিরত দেন নাহলে আমি আপনার
বিরুদ্ধে পোস্টার পাবলিশ করব, পুলিশ কেচ করব,সরকার কে জানাব আপনার বাসাই
পোস্টার পাঠাবো ইত্তাদি । আসলে সে মানুষের সাথে এমন প্রতারনা করে অর্থ
উপার্জন করে আসছেন, এবং মানুষকে বিপদে ফেলে এমন কাজটিই তিনি করে থাকেন ।
আগে সে আপ্পলাই কারিকে অডেস্কে হাইর করে, তার পরে তার সম্পর্কে খুয়াতি-নাটি
সব জেনে বুঝে এমন এক ফাদ নিজে তৈরি করে জাতে করে তাকে উল্টা পে করা লাগে ।
আমাকে আপনাকে বিপদে ফেলে টাকা উপার্জন করতে চাই এই মুখুস ধারি ক্লায়েন্ট
(শাহ্)। আমি তার বিরুদ্ধে কোঠর প্রতিবাদ জানিয়ে ছিলাম । তার বিরুদ্ধে
থানায় ডায়েরি করেছিলাম । কিন্তু তার আংশিক ঠিকানা থাকায় ফুল অ্যাকশান নেওয়া
সম্ভব হইনি । তারপর আমার বিরুদ্ধে কুৎসিত আরটিক্যাল লিখেলেন আর বললেন আমি
আপনার বিরুদ্ধে নিউজ পেপারে আরটিক্যাল পাবলিশ করাব , কারন দুর্ভাগ্য বসত
বাংলাদেশে সম্পাদকেদের বেশি করে টাকা দিলেই তারা সত্য-মিথ্যা না যাচায় করে
ছেপে দেয়... তার কাগজের পাতায় । যেমন টা আমাকে ফেইচ হতে হয়েছিল পরে আমাকে
সে বিভিন্ন ভাবে মানুষিক টর্চার করে । বাংলাদেশের এবং আমার ছিটির এক তরুনকে
হাইর করে কিছু পয়সা কড়ি দিয়ে আমার বিরুদ্ধে পস্টারিং করান । মুলত সে ছিলেন
ঠক বাজ ভণ্ড ও প্রতারক ক্লায়েন্ট । অডেস্ক এ জব পোস্ট করেন, এস,ই ও, ওয়েব
ডেজাইন, আইটি সেক্টর আর পরে সবাইকে এমন ভাবে ব্যাবহার করেন আর তাদের
মাধ্যমে অর্থ উপার্জন করেন । তাদের পিছি, আর আইপি এড্রেস ব্যাবহার করে ।
প্রয়োজনে তার কম্পিউটারে থাকা গুরুত্তপূর্ণ ডকুমেন্ট আত্মসাৎ করে টাকাম
পয়সার দাবি করে থাকেন ।বাংলাদেশের সাধারন মানুষদের কাছ থেকে ন্যাশনাল আইডি
নিয়ে বিভিন্ন ক্লেইম করে আইডি কাডের ডাটা পরিবর্তন করে সেই নিরীহ, সাধারন
ব্যাক্তিদের বিপদে ফেলাতে পারেন খুব সহজে ।স-ভাগ্য বসত কাহিনি শেষ হবার পরে
গোলাপ রাব্বির সাথে আমার কথা হয়েছিল, জানতে পেরেছি তাকে দিয়ে সেই ইমেইল
গুলার কাজ করিয়ে নিয়েছিলেন । এবং আমাকে ক্লায়েন্ট বলেছিলান পাসওয়ার্ড আপনি
পরিবর্তন করেছেন । মূলত গোলাম রাব্বি এবং আনন্দ নামের এক ব্যাক্তির দ্বারা
কালায়েন্ট ই- মেইল গুলার পাসওয়ার্ড পরিবর্তন করিয়ে
ছিলেন । এবং গোলাপ
রাব্বিকেউ ঠিক আকই ভাবে বিপদে ফেলানর চেষ্টা করেছিলেন । এবং তার নামেও
কুৎসিত আরটিক্যাল পোষ্ট করেছেন অনলাইন পত্রিকাতে । এবং টাকা দিয়ে
সম্পাদকদের কিনে নিয়ে তাদের সাইটে উলটা পালটা আপত্তি কর আরটিক্যাল ছাপানো
হয় । তার নমুনা স্বরূপ কিছু সাইটের লিঙ্ক দিলাম ।
http://www.eurobdnews.com/bangladeshi-local-n…/…/12/13/90444
http://www.coxsbazarnews.com/
সবাইকে সাবধানের জন্য প্রতারক, ভণ্ড ক্লায়েন্টের স্কাইপি আইডি দেওয়া হল (odesk.as4)
পরিশেষে এমন ক্লায়েন্টের কাছ থেকে দূরে থাকুন সবায়, ধন্যবাদ
স্বপ্ন বিলাসী মন নিয়ে হেঁটে চলেছি একা স্বপ্ন আধো ঘুম-জাগরণে আমার করে দেখা সারা শরীর জুড়ে স্বপ্নরা নিশ্চুপ হেঁটে বেড়ায় ছুঁতে গেলে স্বপ্ন নিকষ কালো আঁধারে হারায়। প্রতিটি রাত-ই আমার কাটে গভীর ঘুমে ঘুমে স্বপ্ন তখন হামলে পড়ে আমার জলন্ত মোমে কখনো নিভুনিভু আলোয় এসে হাতটি ধরে আবার ঝাঁঝা রোদের তেজ নিয়ে আসে
বুধবার, ১৮ মার্চ, ২০১৫
এক প্রতারক ক্লায়েন্টের কু- কর্মঃ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন