আকাশ জুড়ে বৃষ্টি আর বৃষ্টি ভেজা মন,
মন বলে ভাল থাকুক আমার আপন জন।
নীল রঙ্গের আকাশ এখন মেঘে ঢাকা কালো
আমি আছি ভালো, বন্ধু তুমি কেমন আছো ?
সারাক্ষন ভালো থেকো ভালবাসা মনে রেখ,
দিনের বেলায় হাসি মুখে,
রাতের বেলায় অনেক সুখে......
নানা রঙের স্বপ্ন দেখ, স্বপ্নের মাঝে আমায় রেখ......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন