Facebook

বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮

সে এক মায়া পরীর গল্প

হারিয়ে যাওয়া  মায়া পরীর প্রতিচ্ছবি
আমি সেদিনো শুকনো পাতার মিছিলে হলুদ পাতার ভিড় দেখছি; খালি চোখে । ঠিক এমন এক সময়ে আমার মনের শূন্যের অবসান ঘটিয়ে আরেক শূনের আগমনে সত্যিই আমি অবাক হয়ে ছিলাম । সাদা কালো জীবনে রঙিন ভাবনার উদয় হয়েছিল, সেই শীতের ভরা মৌসুমে । ফেসবুকের পাতায় তাকে প্রথম বারের মত বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে গিয়ে কখন যে হৃদয়টা বাড়িয়ে দিয়েছিলাম বুঝে উঠতে পারিনি... যখন বুঝলাম তখন বেশ দেরি হয়ে গেছে ! বৃষ্টি শেষে রোদ উঠে গেছে । আমি সেদিনো বুঝেই উঠতে পারিনি সেই স্বপ্ন দেখার জ্বালাটা আমাকে পুড়িয়ে ছারখার করে দিবে...মায়া পরি চলে গেছে... আজ অনেক দূরে... হাতের কাছে সে মোবাইলে তোমার নাম্বারটি ডায়াল করার জন্য উস-পিস করে, শেষ পর্যন্ত আর সাহস হয়ে উঠেনা ! মায়া পরী আজো তোমার পূরানো স্মৃতি থেকে তোমার সেই ফেলা যাওয়া গন্ধ পাই...! রাত যত বাড়ে, মন গন্ধটা তত হারে বাড়েতে থাকে । নিকোটিন আর অমৃত সুরা । তরল মেশে তরলে... ! শেষ ইচ্ছা তোমার সাথে শেষ বারের মত দেখা ! নদীর তিরে জোস্নার আলোয় সে রাতে আছড়ে পড়া ঢেউয়ের শব্দে আজো আমার ঘুম ভেঙ্গে যায় ! ভালো থাকুক পৃথিবীতে বেচেথাকা চাপা কান্নার হৃদয়ের মানুষ গুলী- তোমার সেই কবি আজো এভাবেই বেচে আছে, দরজার কপাটের মাঝে পিষে যাওয়া পতঙ্গের মত, চুর্ন্য-বিচুর্ন্য হৃদয় নিয়ে !